দৈনিক আজকের বাংলা ডেস্ক।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় লকডাউন অমান্য করে রেস্টুরেন্ট খোলা রাখায় লা-রিভারিয়া নামে একটি রিসোর্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার শীতলক্ষ্যা নদীর তীরে কাঞ্চন কেন্দুয়ারটেক এলাকার লা-রিভারিয়া রিসোর্টে এ অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম জানান, পুরো নারায়ণগঞ্জ জেলায় লকডাউন চলছে। মঙ্গলবার বিকেলে কাঞ্চন কেন্দুয়ারটেক এলাকার লা-রিভারিয়া রিসোর্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় রিসোর্টের ভেতরে রেস্টুরেন্ট খোলা রাখায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় রিসোর্টের ম্যানেজার সোহেলের উপস্থিতিতে রিসোর্টের কক্ষগুলো তল্লাশি চালিয়ে মেয়েদের কয়েকটি কাপড় পাওয়া যায়।