
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা এবং জিয়া পরিষদের প্রধান উপদেষ্টা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মরহুমার রুহের মাগফিরাত কামনায় রূপগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) বিকেলে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের রূপগঞ্জ প্রেস ক্লাবের সামনে মোঠের ঘাট এলাকায় জিয়া পরিষদ মুড়াপাড়া ইউনিয়নের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি মোঃ গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়ের ভিপি তারিকুল ইসলাম তারেক, রূপগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মিঠু, সহ-সভাপতি মোঃ আবু তাহের, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনিস খান, সহ-সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন মুড়াপাড়া ইউনিয়ন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার মীর। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাবিবউল্লাহ, রোমান, বাবু, টুটুলসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তব্যে রূপগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সভাপতি কামরুল ইসলাম (কামাল) বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা মহান আল্লাহর কাছে তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

























