
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১-এর নবগঠিত কমিটির পক্ষ থেকে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে।বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রূপগঞ্জ-নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাসভবনে বিশাল মিছিল সহকারে উপস্থিত হয়ে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ রূপগঞ্জ থানা শাখার সদস্য সচিব জাকারিয়া বাবলা, রূপগঞ্জ উপজেলা শাখার মুড়াপাড়া ইউনিয়নের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবু হানিফ, সদস্য সচিব শাহাদাৎ হোসেন চঞ্চল, রূপগঞ্জ থানা শাখার আহ্বায়ক এডভোকেট ওমর ফারুক শান্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাকারিয়া বাবলা, আবু হানিফ ও এডভোকেট ওমর ফারুক শান্ত। বক্তারা তাদের বক্তব্যে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ রূপগঞ্জ-এর পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া কামনা করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়াকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠিয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ভূমিকা রাখব।”
প্রতিক্রিয়ায় মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “প্রজন্ম ৭১-এর নেতাকর্মীরা যেভাবে মাঠে পরিশ্রম করছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবন বাজি রেখে দেশের গণতন্ত্র রক্ষা করেছেন। আমরা আশা করি আল্লাহ তায়ালা তাকে দ্রুত সুস্থতা দান করবেন এবং তিনি আবারও আমাদের নেতৃত্ব দেবেন।”সৌজন্য সাক্ষাতে উপস্থিত নেতাকর্মীরা দলীয় কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
























