
মোঃ আবু কাওছার মিঠু নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার -৬ মার্চ- দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশমার -ভুমি- তারিকুল আলমের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়া গোল চত্বর থেকে গোলাকান্দাইল বাসস্ট্যান্ড পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে পার্কিং করা বাস, প্রাইভেটকার, শরবতের দোকান, ভাসমান কসমেটিকসের দোকান ও কাঁচামালের দোকানসহ সকল প্রকার দোকানপাট উচ্ছেদ করা হয়।
এ সময় ফুটপাতে বসা চৌকি, ভ্যানগাড়ি সহ সকল প্রকার স্থাপনা জব্দ করে ট্রাকে তোলে নিয়ে যাওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার -ভূমি- তারিকুল আলম বলেন, যানজট নিরসন এবং ফুটপাতে পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার -পূর্বাচল রাজস্ব সার্কেল- ওবায়দুর রহমান শাহেল, গ-সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- লিয়াকত হোসেন, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনছার্স ইন্সপেক্টর মিজানুর রহমান সহ উপজেলা পরিষদের সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।