
মাকসুদুল হোসেন তুষার স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক চাপায় অজ্ঞাতনামা (৫০) ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২জুলাই) দুপুরে উপজেলার ভূলতা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, বুধবার (২জুলাই) দুপুরে উপজেলার ভূলতা এলাকায় ট্রাক চাপায় অজ্ঞাত একজন ব্যক্তি (৫০) নিয়ে ভুলতা জেনারেল হাসপিটাল ইমারজেন্সি বিভাগে নিয়ে রেখে পালিয়ে যায়।কর্তবরত ডাক্তার পরিক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করে।পরিবর্তিতে থানা পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থলে উপস্থিত হইয়া লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ হেফাজতে গ্রহণ করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভিকটিমের পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা অব্যাহত আছে।