
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নীলিমা টেক্সটাইল মিলস লিমিটেড নামে এক তোয়ালে ফ্যাক্টরিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগষ্ট) গভীর রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ঘোষবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ২০ লক্ষ টাকার তোয়ালে ও অন্যান্য সামগ্রী আগুনে পুড়ে যায়।
নীলিমা টেক্সটাইল মিলস লিমিটেডের মালিক রশিদ মিয়া জানান,ফেক্টরির বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয় লোকজন ড্রাম দিয়ে পানি এনে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসকে অবহিত করার প্রয়োজন হয়নি। এ সময় ২০ (বিশ) লক্ষ টাকার তোয়ালে ও অন্যান্য সামগ্রী আগুনে পুড়ে ক্ষতি হয়েছে।