
মোঃ রাকিবুল ইসলাম রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মনসুর আলী-৪৫- নামে একজনকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে আটক করেছে র্যাব। শুক্রবার গভীর রাতে র্যাবের যৌথদল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব-১১ এর সদর কোম্পানীর সহকারি পরিচালক গোলাম মোর্শেদ জানান, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি তারাবো পৌর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিমুল গ্রুপ ও শ্রাবণ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে শিমুল গ্রুপের লোকজন প্রতিপক্ষের হৃদয় ও রাশেদুলকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় নিহত হৃদয়ের চাচা তৌহিদুল মামলা করলে ওই মামলার ২ নাম্বার আসামী মনসুরকে শুক্রবার রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে র্যাব-১১ এবং র্যাব-১ এর যৌথদল অভিযান চালিয়ে আটক করে।
আটক মনসুর তারাবো পৌরসভার দক্ষিনপাড়া এলাকার আলীমউদ্দীনের ছেলে। তাকে শনিবার দুপুরে রূপগঞ্জ থানা পুলিশের মাধ্যমে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।