
মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা ও পূর্বাচল উপশহর এলাকা থেকে ছাত্রলীগের সাত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আওয়ামীলীগের ডাকা লকডাউন কর্মসূচি বাস্তবায়নের জন্য গতকাল ১২নভেম্বর বুধবার ঢাকা যাওয়ার সময় উপজেলার তারাবো পৌরসভার বরপা ও পূর্বাচলসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা মোস্তফা সারোয়ার নিশাত, রুহল আমিন নেভী, জাহিদুল হাসান, মোঃ সাইফুল ইসলাম, মনি শিকদার, মোঃ রায়হান ও মোঃ রফিকুল। তাদের বয়স ১৮ থেকে ৩০ বছর।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
























