এস এম রনি
স্টাফ রিপোর্টার।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র জনতার গণবিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের বিচারের দাবিতে দুর্নীতিবাজদের গ্রেপ্তার- অবৈধ সম্পদ বাজেয়াপ্ত- তাদেরকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করা- সংখ্যানুপাতিক পদ্ধতিতেই জাতীয় নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
৬ সেপ্টেম্বর শুক্রবার তিন টায় রূপগঞ্জের ভুলতা এলাকায় এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।ইসলামী আন্দোলন রূপগঞ্জ থানার সভাপতি মুফতী ইমদাদুল্লা হাশেমির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম- প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ- সহ রূপগঞ্জ থানা শাখা ইসলামী আন্দোলনের সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন।