
নুর মোহাম্মদ,কক্সবাজার:
কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন ওলামা পরিষদ গঠন কল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১০ জুন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চাইল্যাতলী মাদরাসা মিলনায়তনে জেলার বর্ষিয়ান আলেমেদ্বীন চাকমারকুল দারুল উলুম মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা ফিরোজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আলোচনা করেন হাফেজ জহুর আলম, মাওলানা জাকির হোসেন, মাওলানা মুফতি আব্দুল করিম, মাওলানা হাফেজ নেয়ামত উল্লাহ, মাওলানা আব্দুল মালেক, মাওলানা নেয়ামতুল্লাহ, মাওলানা রফিক উল্লাহ, মাওলানা সলিমুল্লাহ আমিন, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ফরিদুল আলম।
মতবিনিময় সভাশেষে অংশ গ্রহণকারী আলেম ওলামাদের মতামতের ভিত্তিতে মাওলানা শহিদ উল্লাহকে আহ্বায়ক ও মাওলানা আবদুল মালেককে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।
উক্ত বৈঠকে ইউনিয়নের ৮০/৯০জন ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

























