নুর মোহাম্মদ
কক্সবাজার অফিস।।
কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে শিশু সুরক্ষা কমিটি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৬ নভেম্বর শিশু সুরক্ষা কমিটির কার্যালয়ে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিশু সুরক্ষা কমিটি সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা করেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আমির হামজা- সংরক্ষিত ওয়ার্ডের নারী ইউপি সদস্য মিনু আরা বেগম।
সভায় শিশুদের জন্মনিবন্ধন- ইভটিজিং- বাল্য বিয়ে- মাদক ও নারী নির্যাতনের ঘটনার বিষয়ে শিশু সুরক্ষা কমিটি মাসিক সভায় আলোচনা করেন সাবেক ইউপি সদস্য হাজী আশরাফ আলী- মাওলানা মোস্তাক আহমদ- মোহাম্মদ ইব্রাহিম- ফরিদুল আলম- তানভির আহমদ- আজিজুন নাহার- তসলিমা আকতার কলি ও উম্মে হাবিবা।
এসময় শিশু সুরক্ষা কমিটির দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন’র ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সদস্যগণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদে বিভিন্ন সনদপত্রের ভুল সংশোধনের জন্য আবেদন করলে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে নিয়োজিত উদ্যোক্তারা ভুল সংশোধনের পরিবর্তে আরো নতুন করে ভুল করার বিষয়টি উত্থাপন করে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
যেমন ট্রেড লাইসেন্স- চারিত্রিক সনদপত্র- ভূমিহীন সনদপত্র- ওয়ারিশান সনদপত্র-অবিবাহিত সনদপত্র-প্রত্যয়নপত্র-অস্বচ্ছল প্রত্যয়নপত্র- নাগরিক সনদপত্র- উত্তরাধিকার সনদপত্র ইত্যাদি।