কক্সবাজার প্রতিনিধি।।
আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এই প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারের রামু উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৭ আক্টোবর সকালে উমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হল রুমে হলরুমে আলোচনা সভা দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ’র ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আমির হামজা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ওই দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ডিএসকের টেকনিক্যাল ম্যানেজার মোহাম্মদ মর্তজা আলী।
আলোচনা করেন ডিএসকের সিনিয়র সাইকোলজিস্ট সোয়াইব হোসেন- দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন -১,২ ও ৩- ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মিনুর নাহার মিনু, সাংবাদিক নুর মোহাম্মদ- ও ডিএসকের কাউন্সিলিং অফিসার ফাইজা সাদিয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’পালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় প্রকার দুর্যোগ থেকে রক্ষা পেতে সকলকে সতর্ক থাকতে হবে।
ডিএসকে- কেএনএইচ- বিএমজেট প্রকল্পের সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন পালন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন আত্ন সহায়ক দলের নারী, যুব ও শিশু দলের সদস্যসহ ভলান্টিয়ার- ফ্যাসিলেটর ও কমিউনিটি ফ্যাসিলিটরগণ উপস্থিত ছিলেন।