
নুর মোহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের রামুতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ।
বুধবার (২১ জানুয়ারি) ভোররাত ৩টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লামার পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
কক্সবাজারের পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে এসআই মোঃ শওকত জামিল ও পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন।
কাউয়ারখোপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লামার পাড়া সংলগ্ন চেয়ারম্যান বাড়ির পশ্চিমে মসজিদ পুকুর পাড়ে ১০-১৫ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে দুইজনকে গ্রেফতার করা হয়, তবে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লট উখিয়ার ঘোনার মৃত শফি আলমের পুত্র মেহেদী হাসান (২০) ও একই ওয়ার্ডের বাদশা মিয়ার পুত্র জসিম উদ্দিন (২২)।
গ্রেফতারকৃতদের কাছ থেকে এবং পালিয়ে যাওয়া আসামীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত নিম্নোক্ত সরঞ্জামাদি জব্দ করা হয়: ১টি লম্বা ধারালো লম্বা কিরিচ,২টি ধারালো ছুরি, ২টি ধারালো দা, ২টি লোহার তৈরি হাতুড়ি, ১টি লম্বা দ্বি-মুখী ধারালো চাইনিজ কুড়াল, ১টি লম্বা তালা কাটার যন্ত্র, ১টি লম্বা চেইনযুক্ত লোহা কাঁটাযুক্ত যন্ত্র ও ৩টি প্লাস।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

























