
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে স্মার্ট ফাউন্ডেশনের উদ্যোগে স্মার্ট মেধাবৃত্তি পরীক্ষা আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ উপজেলার অন্যতম বিদ্যাপীঠ স্মার্ট একাডেমিতে পঞ্চম শ্রেণির ৪শ ও ৮ম শ্রেণির ৩ শতাধীক শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজি বিডি’র চেয়ারম্যান মাজহারুল ইসলাম।
স্মার্ট একাডেমির কো-অর্ডিনেটর আবুল কাশেমের সার্বিক তত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, অধ্যক্ষ শেখ মাহবুবার রহমান, শিক্ষক প্রতিনিধি শেখ জাহাঙ্গীর ও কামাল হোসেন প্রমূখ।
আয়োজক বৃন্দ জানান, মেধাবৃত্তি পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান অধিকারী পাবেন একটি ল্যাপটপ, একটি ট্যাব ও শিক্ষা সরঞ্জামাদী ও সনদপত্র এছাড়াও উত্তীর্ণদের মধ্যে থেকে সর্ব্বোচ্চ ৫০জন পাবেন নগদ ১০ হাজার টাকা, মেধাবৃত্তি বই ও সনদপত্র।
























