
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পক্ষ থেকে রামগঞ্জ উপজেলার মসজিদ-মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ও আজ শুক্রবার জুমার নামাজের সময় উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মসজিদে খেজুর বিতরণ করেন।
বৃহস্পতিবার রাতে সোনাপুর বড় মিয়া সাহেব জামে মসজিদ, সোনাপুর জামিয়া আশরাফিয়া মাদ্রাসা, রতনপুর মোহাম্মদীয়া ইয়াতিমখানা মাদ্রাসা ও রতনপুর মাদীনাতুল উলুম মাদ্রাসায় এসব উপহার তুলে দেন তিনি।
এ সময় মাহবুব আলম জানান, ক্রমান্বয়ে রামগঞ্জ উপজেলার ৫৫০টি মসজিদ ও মাদ্রাসায় এই উপহার বিতরণ করা হবে। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের সুস্থতার জন্য দোয়া চেয়েছি।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে দোয়ার আর্জি করে চিঠি প্রেরণ করেন।