
মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
ঢাকাস্থ রামগঞ্জ উপজেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের আয়োজনে এবং স্মার্ট ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় জুলাই বিপ্লবে লক্ষ্মীপুরের রামগঞ্জের শহিদ হওয়া ৬ পরিবারকে আর্থিক প্রনোদনাসহ সম্মাননা প্রদান করা হয়েছে।
বিপ্লবে সংকটে উদ্দীপ্ত তারুণ্যের ব্যানারে শনিবার সকালে রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে ওই সম্মাননা প্রদানের পাশাপাশি রামগঞ্জে বন্যাসহ বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহুর্তে রামগঞ্জে ত্রাণ সহায়তা কার্যক্রমে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকেও দেয়া হয় স্বীকৃতি স্মারক।
রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দিদারুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস এর এম ডি মোঃ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার -ভূমি- দেবব্রত দাস,নিচহরা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খলিলুর রহমান প্রমূখ।
বক্তব্য প্রদান করেন ৬ শহীদ পরিবারের সদস্যবর্গ।এ সময় তারা জুলাই অভুথ্যানের বিভিষীকাময় দিনগুলোর কথা তুলে ধরে কাঁদতে থাকেন। তখন সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।
পরে জুলাই অভ্যুথানে নিহত ছয় শহিদ সদস্য সৈয়দ মোস্তফা কামাল রাজু, মো. রাকিব, সামছুল ইসলাম, মো. রিপন হোসেন, মো. আনোয়ার হোসেন, কাউছার মাহমুদের পরিবারের স্বজনদের প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকা আর্থিক সম্মাননা চেক তুলে দিয়েছেন স্মার্ট টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী মো. জহিরুল ইসলাম।
পরে ঢাকাস্থ রামগঞ্জ উপজেলার ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ আয়োজিত মেধা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।