রাবি প্রতিনিধি।।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক মিনিট নিরবতা পালন করা করা হয়। বুধবার (১৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
রাবির কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক তাওহীদ দুর্জয় বলেন, ‘কুড়িগ্রাম থেকে আমরা মতিহারের সবুজ চত্বরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছি। আমরা মূলত আমাদের মাটির ভালোবাসার টানে আজকের সভায় একত্রিত হয়েছি। আমরা যেন একসাথে মিলেমিশে কাজ করতে পারি। সবার সুখে দুঃখে একে অপরকে সাহায্য সহযোগিতা করতে পারি। পাশাপাশি কুড়িগ্রামের ইতিহাস ও ঐতিহ্যকে যেন অন্যান্য সবার মাঝে তুলে ধরতে পারি।’
আলোচনা সভায় কুড়িগ্রাম জেলা ছত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম লিখন বলেন, ‘কুড়িগ্রাম জেলা থেকে প্রতিবছর অনেক শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়। এর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আমি আশা করি সূদুর কুড়িগ্রাম থেকে আসা প্রত্যেক শিক্ষার্থী মতিহারের সবুজ চত্ত্বরসহ দেশের মুখ উজ্জ্বল করবে।’
অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা ছত্রকল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি সামিউল আলম সোহাগ নবীনদের উদ্দেশ্য করে বলেন, ‘অনেক পরিশ্রম করে তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো। এখানে তোমরা অনেক কিছুর সম্মুখীন হবে। তবে খারাপ দিকটা বর্জন করবে এবং ভালো দিকটা গ্রহণ করবে। নবীনরা আগামী দিনের ভবিষ্যত। এরাই কুড়িগ্রাম জেলাকে দেশের উন্নত শিখরে নিয়ে যাবে বলে আমি আশা করি।’
আলোচনা সভায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ওয়াজেদ রানাসহ বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলো।