রাবি প্রতিনিধি।।
আর্জেন্টিনা বিশ্বকাপ জয় উপলক্ষে মধ্যহ্নভোজের আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আর্জেন্টিনা ফ্যান ক্লাব। বহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠে এই মধ্যহ্নভোজের আয়োজন করেন তারা।
এ সময় আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী ছাড়াও ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স, জার্মানিসহ অন্যন্য দলের সমর্থক গোষ্ঠী অংশ নেন।
মধ্যহ্নভোজে অংশ নেয়া আর্জেটিনার সমর্থক আরিফুল ইসলাম বলন, ‘দীর্ঘদিন ধর আমরা বিশ্বকাপ ট্রফি বঞ্চিত ছিলাম। অবশষে আমরা মেসির হাত ধরে ট্রফি জিতেছি। বিশ্বকাপ চলাকালে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক মজা করেছি। অনককে নিয়ে ট্রল করেছি। যদিও সেগুলো সিরিয়াস কোনো বিষয় নয়। অবশেষে সব ভুল এমন একটি আয়াজনের মধ্য দিয়ে আমরা আবার একত্র হতে পেরেছি, এজন্য খুব ভালো লাগছে।’
মধ্যহ্নভোজের বিষয় জানত চাইলে আর্জটিনা ফ্যান ক্লাবের উপদষ্টা ফয়সাল আহমেদ রুনু বলন, ‘মেসির অপূর্ণতা বলতে শুধু বিশ্বকাপটাই ছিল না। তাই মেসির জন্য আর্জটিনা সমর্থকদের প্রাণের আকুতি ছিল একটা বিশ্বকাপ অর্জন। আর্জটিনা সেটি করে দেখিয়েছে। গত কয়কদিন থেকই রাজশাহী বিশ্ববিদ্যালয়র শিক্ষার্থীরা রোমাঞ্চকর এই বিজয় উদযাপন করেছে। সেই উৎসবকে পূর্ণতা দওয়ার জন্য আমরা গরু খাসি জবাই করে ভোজের আয়াজন করেছি। আর্জটিনা সমর্থক ছাড়াও অন্যদলের সমর্থকরা এ আয়াজনে অংশগ্রহণ করেছে।