
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর রাণীনগরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সুমি খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বড়গাছা ইউপির পোয়াতাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত শিশু সুমি খাতুন পোয়াতাপাড়া গ্রামের সবুজ প্রামানিকের মেয়ে।
নিহতের পরিবারে বরাত দিয়ে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এদিন বিকেলে শিশু সুমি ও তার এক চাচাতো বোন বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা-ধুলা করছিলেন। এ সময় শিশু সুমি পুকুরে খেলনাপাতি ও হাত-পা ধুতে গিয়ে পা পিছলে পুকুরের পানিতে পড়ে যায়। এরপর সুমির সহপাঠী বাড়িতে ফিরলেও সুমি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে পরিবারের লোকজন পুকুরে জাল খেওয়া দিয়ে পুকুর থেকে শিশু সুমির মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।