Dhaka , Wednesday, 3 December 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামুতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত পাইকগাছায় কে এফ ডি ’৮৯ ব্যাচের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ পাইকগাছায় নানা পরিবর্তনের অঙ্গীকার করলেন-আবুল কালাম আজাদ নোয়াখালীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে অর্ধদিবস কর্মবিরতি পালন বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে কঠোর নির্যাতন করা হয়েছিলঃ রফিকুল ইসলাম জামাল রামগঞ্জে চাচা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  চবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের প্রফেসর মার্ক ভিনে এর সাক্ষাৎ। আটঘরিয়ার একদন্ত ইউপি চেয়ারম্যান আলাল বরখাস্ত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ  রাজাপুরে আঙ্গারিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বাড়িতে চোর সন্দেহে দিনমজুরকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ কাঁঠালিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে হাসপাতালে উপস্থিত শায়খে চরমোনাই আশুলিয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গণধর্ষণ : সহপাঠী ও সিনিয়রসহ চারজনের বিরুদ্ধে মামলা বিশ্ব প্রতিবন্ধী দিবসে  রূপগঞ্জে শারিরিক প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার উপহার কোতোয়ালী থানার অভিযানে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা প্রদীপ কুমার চৌধুরী গ্রেফতার  আইইবি, চট্টগ্রাম কেন্দ্র ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে ভুমিকম্পের ঝুঁকি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রূপগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে অর্ধবেলা কর্মবিরতি ; রোগী ভোগান্তি চরমে ৩১ বছরের বঞ্চনা! রূপগঞ্জে টেকনোলজিস্টদের আলটিমেটাম: ১০ম গ্রেড না পেলে ৪ ডিসেম্বর থেকে ‘শাটডাউন’ মানবতার সেবা: শ্রীলংকায় দুর্যোগপ্রবণদের পাশে বাংলাদেশ পাবনায় মা কুকুর ছানা হত্যার ঘটনায় সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি গ্রেপ্তার হাটহাজারিতে উপজেলা প্রশাসনের অভিযান।  পাবনায় কুকুরছানা হত্যাকারীকে সরকারি কোয়ার্টার থেকে বের করে দেয়া হয়েছে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত আজ ৩ ডিসেম্বর: বরগুনা হানাদার মুক্ত দিবস। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফতুল্লায় কুরআন খতম ও দোয়া মাহফিল সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি” “সরাইলে অভিভাবকরা দুশ্চিন্তায়” ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নাগরিক আটক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জে দোয়া মাহফিল হত্যার রহস্য ঘিরে ফতুল্লায় মিলল গলা-কাটা যুবকের লাশ পাইকগাছায় জমির ধান কর্তনকে কেন্দ্র করে উত্তেজনা, ইউনিয়ন নেতার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

রাজাপুরে আঙ্গারিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:05:45 pm, Wednesday, 3 December 2025
  • 2 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলার আঙ্গারিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডি গঠনকে কেন্দ্র করে ভয়াবহ অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আফজাল হোসেন এর বিরুদ্ধে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ ফরিদুজ্জামান তালুকদার এ বিষয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার কর্তৃপক্ষকে না জানিয়ে গোপনে একটি ‘পকেট কমিটি’ গঠন করে তা বোর্ডে পাঠানো হয়। অভিযোগকারী দাবি করেন, ভূয়া অভিভাবক দেখিয়ে ভোটার তালিকা তৈরি করা হয়েছে এবং একক প্রার্থী দেখিয়ে একাধিক অভিভাবক, প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর জাল করা হয়েছে। ভোটার তালিকা দেখতে চাইলে অধ্যক্ষ তা দেখাতে অস্বীকৃতি জানান, ফলে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দেয়।
এছাড়া অভিযোগে বলা হয়, প্রতিমাসে ৬,২০,২৯২ টাকা উত্তোলনসহ বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে অধ্যক্ষ আফজাল হোসেনের বিরুদ্ধে।
মাদ্রাসার কয়েকজন সহকারী শিক্ষক জানান, তাঁদের বেতন থেকে ১০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত টাকা কেটে নেওয়া হয়। এমনকি ৩০০ টাকার নন-জুডিশিয়াল খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়—এমন অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। শিক্ষকরা আরও অভিযোগ করেন, অধ্যক্ষ নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর করে বেতন গ্রহণ করেন।
মাদ্রাসা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, জাতীয় পতাকাটি ছেঁড়া অবস্থায় টানানো রয়েছে। স্থানীয় অভিভাবকদের ক্ষোভ—“যেখানে জাতীয় পতাকাই সম্মান পায় না, সেখানে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও সুশাসন কোথায়?”
অভিযোগের তদন্তে গত ২ ডিসেম্বর মাদ্রাসায় যান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব মজুমদার। তবে দুই পক্ষের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে তিনি পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করতে না পেরে আংশিক প্রতিবেদন নিয়ে ফিরে আসেন। তিনি জানান, পর্যবেক্ষণ শেষ করে খুব শিগগিরই পূর্ণাঙ্গ প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে।
এদিকে স্থানীয়রা বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা, বেতন কর্তন, দুর্নীতি ও ব্যবস্থাপনা সংকটের কারণে মাদ্রাসাটিতে শিক্ষার্থীর সংখ্যা কমতে কমতে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় প্রতিষ্ঠানটি তার সুনাম হারাচ্ছে।
অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ ফরিদুজ্জামান তালুকদার বলেন, “অনৈতিকভাবে দীর্ঘদিন ধরে অধ্যক্ষ আফজাল হোসেন মাদ্রাসাটি নিজের মতো করে চালাচ্ছেন। অনিয়ম-দুর্নীতি চরমে পৌঁছেছে। এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।”
অন্যদিকে অধ্যক্ষ আফজাল হোসেন সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য দিতে রাজি হননি। তিনি শুধু বলেন, “আপনারা যা ইচ্ছে লিখেন। চাকরি গেলে যাক, আমি কিছু বলবো না।”
এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, অভিযোগ পর্যালোচনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তদন্ত ও সুপারিশ চাওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে গভর্নিং বডি পুনর্গঠনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামুতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

রাজাপুরে আঙ্গারিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ

আপডেট সময় : 07:05:45 pm, Wednesday, 3 December 2025
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলার আঙ্গারিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডি গঠনকে কেন্দ্র করে ভয়াবহ অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আফজাল হোসেন এর বিরুদ্ধে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ ফরিদুজ্জামান তালুকদার এ বিষয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার কর্তৃপক্ষকে না জানিয়ে গোপনে একটি ‘পকেট কমিটি’ গঠন করে তা বোর্ডে পাঠানো হয়। অভিযোগকারী দাবি করেন, ভূয়া অভিভাবক দেখিয়ে ভোটার তালিকা তৈরি করা হয়েছে এবং একক প্রার্থী দেখিয়ে একাধিক অভিভাবক, প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর জাল করা হয়েছে। ভোটার তালিকা দেখতে চাইলে অধ্যক্ষ তা দেখাতে অস্বীকৃতি জানান, ফলে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দেয়।
এছাড়া অভিযোগে বলা হয়, প্রতিমাসে ৬,২০,২৯২ টাকা উত্তোলনসহ বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে অধ্যক্ষ আফজাল হোসেনের বিরুদ্ধে।
মাদ্রাসার কয়েকজন সহকারী শিক্ষক জানান, তাঁদের বেতন থেকে ১০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত টাকা কেটে নেওয়া হয়। এমনকি ৩০০ টাকার নন-জুডিশিয়াল খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়—এমন অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। শিক্ষকরা আরও অভিযোগ করেন, অধ্যক্ষ নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর করে বেতন গ্রহণ করেন।
মাদ্রাসা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, জাতীয় পতাকাটি ছেঁড়া অবস্থায় টানানো রয়েছে। স্থানীয় অভিভাবকদের ক্ষোভ—“যেখানে জাতীয় পতাকাই সম্মান পায় না, সেখানে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও সুশাসন কোথায়?”
অভিযোগের তদন্তে গত ২ ডিসেম্বর মাদ্রাসায় যান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব মজুমদার। তবে দুই পক্ষের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে তিনি পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করতে না পেরে আংশিক প্রতিবেদন নিয়ে ফিরে আসেন। তিনি জানান, পর্যবেক্ষণ শেষ করে খুব শিগগিরই পূর্ণাঙ্গ প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে।
এদিকে স্থানীয়রা বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা, বেতন কর্তন, দুর্নীতি ও ব্যবস্থাপনা সংকটের কারণে মাদ্রাসাটিতে শিক্ষার্থীর সংখ্যা কমতে কমতে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় প্রতিষ্ঠানটি তার সুনাম হারাচ্ছে।
অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ ফরিদুজ্জামান তালুকদার বলেন, “অনৈতিকভাবে দীর্ঘদিন ধরে অধ্যক্ষ আফজাল হোসেন মাদ্রাসাটি নিজের মতো করে চালাচ্ছেন। অনিয়ম-দুর্নীতি চরমে পৌঁছেছে। এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।”
অন্যদিকে অধ্যক্ষ আফজাল হোসেন সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য দিতে রাজি হননি। তিনি শুধু বলেন, “আপনারা যা ইচ্ছে লিখেন। চাকরি গেলে যাক, আমি কিছু বলবো না।”
এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, অভিযোগ পর্যালোচনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তদন্ত ও সুপারিশ চাওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে গভর্নিং বডি পুনর্গঠনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।