রাবি প্রতিনিধি।।
আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী আগমন উপলক্ষে প্রচার মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। প্রচার মিছিলে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান যোগ দেন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় ছাত্রলীগের দলীয় ট্রেন্ট থেকে একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে এসে মিলিত হয়।
এসময় রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন এবং জনসভা সফল ও সার্থক করতে দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আগামী ২৯ তারিখ জননেত্রী শেখ হাসিনার রাজশাহী আগমন উপলক্ষে আয়োজিত সভাকে সফল করতে আমরা এখানে এসেছি। শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার কথা বলেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতি আমার আহ্বান এই ক্যাম্পাস যেন তারা স্মার্ট ক্যাম্পাসে পরিণত করে। দেশের অনেক আন্দোলন-সংগ্রামে রাবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই বিশ্ববিদ্যালয় উনসত্তরের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। এখান থেকে মৌলবাদী শক্তিকে দূর করেছে। মুক্তিযুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীরা তাদের জীবন দান করেছেন। এই ক্যাম্পাসের প্রতিটি প্রান্তরে শহীদের রক্তকণিকা আমাদের মনে করিয়ে দেয়, মুক্তিযুদ্ধের চেতনা কখনও অবাস্তবায়িত থাকতে পারে না।
শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর উন্নয়নের অগ্রযাত্রা করেছেন। জননেত্রী কথা দিয়েছেন দেশের ৬৪জেলায় ৬৪ টি বিশ্ববিদ্যালয় করবেন। আমদের দেশে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে বছরের শুরুতে বিনামূল্যে ৩৫ কোটি বই দেওয়া হয়। পৃথিবীর অন্য কেনো দেশে এতো বিনামূল্যে এতো পরিমাণ বই দেওয়া হয় কি-না জানি না। এই সবই শেখ হাসিনার সরকারের অবদান। শিক্ষাবান্ধব এই সরকারকে শক্তিশালী করার জন্য আমাদের ছাত্রদের কাজ করে যেতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু। এসময় সমাবেশে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলো।