
আহম্মেদ আল ইভান স্টাফ রিপোর্টার
রাজবাড়ীর অপহরণ মামলার আসামী শান্ত -২২- মাগুরাতে র্যাব কর্তৃক গ্রেফতার ও ভিকটিম উদ্ধার।
গত ১১-০৩-২০২৫ তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় দশম শ্রেণীতে অধ্যনরত ভিকটিম -১৬- প্রাইভেট পড়তে যাওয়ার পথে রাজবাড়ী জেলার সদর থানাধীন সুলতানপুর এলাকা হতে আসামী শান্ত রায় -২২-’সহ সঙ্গীয় অপরাপর আসামীদের সহায়তায় ভিকটিম’কে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
উক্ত ঘটনায় ভিকটিম -১৬-এর মা বাদী হয়ে রাজবাড়ী জেলার সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত মামলার ভিকটিম উদ্ধার ও জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৯-০৪-২০২৫ তারিখ দুপুর অনুমান ২.২৫ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-৬ এর সহযোগীতায় মাগুরা জেলার সদর থানাধীন বাস টার্মিনাল এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজবাড়ী জেলার সদর থানার মামলা নং- ০৫, তারিখ- ০২-০৪-২০২৫ খ্রি., ধারা- ৭-৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ -সংশোধনী ২০০৩- এর এজাহারনামীয় আসামী শান্ত রায় -২২- পিতা- ভরত রায়, সাং- কলাগাছি, থানা- মধুখালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে এবং তার তথ্যমতে ভিকটিম -১৬-’কে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।