রাবি প্রতিনিধি।।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতি। বুধবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল সাড়ে ৪টায় সংগঠনটির আয়োজিত অনুষ্ঠানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সমিতির সাধারন সম্পাদক কাওছার ইসলাম বলেন, ‘আমরা রংপুর জেলা প্রশাসকের সহায়তায় ক্যাম্পাসে প্রায় ৫০ টি কম্বল বিতরন করেছি। এর আগে সংগঠনটি রংপুর শহরের বিভিন্ন স্থানে প্রায় ১৫০ টি কম্বল বিতরন করেছে।’
সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল বিতরণের সময় রাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক মাহবুবার রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক মোতাহার হোসেন, ভ্যাটেনারি এন্ড এনিমেল সাইন্স বিভাগের অধ্যাপক হাকিমুল হক এবং সমিতির উপদেষ্টামন্ডলিসহ সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও ‘রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতি’ প্রতিবছর ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থীদের আবাসন সুবিধা ও নানারকম সাহায্য, নবীন শিক্ষার্থীদের বরন করে থাকে৷