
চঞ্চল,
রংপুর নগরীর মেডিকেল মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৩। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাবের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন— তারাগঞ্জ উপজেলার উত্তর লক্ষ্মীপুর মন্ডলপাড়া এলাকার মোঃ ইয়াকুব আলীর ছেলে বাসের সুপারভাইজার মোঃ নুর আলম সিদ্দিকী (৪৪) এবং রংপুর কোতয়ালী থানার রামপুরা এলাকার মোঃ জাহেদুল ইসলামের ছেলে বাসের হেলপার মোঃ মেরাজ (২৬)।
র্যাব জানায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি কোতয়ালী থানাধীন মেডিকেল মোড় ট্রাফিক বক্সের পাশে চেকপোস্ট বসায় র্যাব-১৩ এর সদর কোম্পানির একটি দল। এসময় ‘আহনাব পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। বাসের বক্সে থাকা একটি ট্রলি ব্যাগের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বাসের সুপারভাইজার ও হেলপারকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে— গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বাসে করে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আগেও মাদক মামলা রয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
























