
আবু ছাইম, বগুড়া প্রতিনিধি:
শনিবার ২৪ জানুয়ারি দুপুর ১২টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ১০ দলীয় ঐক্যজোটের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুবকদের আমরা বেকার ভাতা দিয়ে বেকারের কারখানায় পরিণত করতে চাই না। আমরা যুবকদের কাজ শিখিয়ে তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে চাই, যাতে তারা কারও দয়ার ওপর নির্ভরশীল না হয়ে সম্মানের সাথে জীবনযাপন করতে পারে।
এছাড়াও তিনি বলেন, আমরা নিজেরা চাঁদাবাজি, টাকা পাচার ও সন্ত্রাস করব না, কাউকে করতেও দেব না—ইনশাআল্লাহ।
মায়েদের সম্মান আমাদের জীবনের চেয়েও বেশি। মায়েদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব।
নারীদের ব্যাপারে বলেন, নারীরা নিজের ইচ্ছামতো ও যোগ্যতা অনুযায়ী চাকরি করবে। সরকার নারীদের সম্মানের সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করবে।
নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আপনারা ‘হ্যাঁ’ ভোট দিয়ে এবং ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থীদের বিজয়ী করবেন। চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ ভোট ও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে প্রার্থীদের বিজয়ী করুন।
বগুড়া প্রার্থীদের বলেন, আপনাদের কাছে এই সাতজন প্রার্থীকে আমানত দিয়ে গেলাম।
























