রোববার (২ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের চলন্ত এক ট্রেনে আততায়ীদের হামলায় অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার পূর্ব ইংল্যান্ডের কেমব্রিজশায়ারে এই ঘটনা ঘটে। হান্টিংডন শহরের উদ্দেশ্যে রওনা হওয়া ট্রেনটিতে উঠে হঠাৎ যাত্রীদের ওপর ছুরি নিয়ে হামলা চালায় অজ্ঞাত কয়েকজন। এতে ট্রেনের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, হামলায় কতজন জড়িত ছিলেন তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাস্থল সংলগ্ন স্টেশন থেকে দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টার্মার। তিনি হতাহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন এবং ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন।


























