
নিউজ ডেস্ক:
যুক্তরাজ্যে চলন্ত ট্রেনে আততায়ীদের হামলার সময় এক কিশোরীকে বাঁচান ট্রেনে থাকা এক বৃদ্ধ। রোববার (২ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম বিবিসি’তে উঠে আসে এমন তথ্য।
প্রত্যক্ষদর্শী অলি ফোস্টার বিবিসিকে জানান, তিনি প্রথমে শুনেছিলেন যাত্রীরা চিৎকার করছেন, ‘দৌড়াও, দৌড়াও, একজন লোক সবার ওপর ছুরি চালাচ্ছে।’ প্রথমে এটি হয়তো হ্যালোইনের পরের রাতের কোনো রসিকতা মনে হয়েছিল। কয়েক মিনিটের মধ্যেই যাত্রীরা গাড়ির ভেতরে ঠেলাঠেলি শুরু করে।
তিনি বলেন, একজন বৃদ্ধ যাত্রী কিশোরীকে ছুরিকাঘাত থেকে রক্ষা করেছেন, যার ফলে তার (বৃদ্ধের) মাথা ও ঘাড়ে ক্ষত হয়েছে। চারপাশের যাত্রীরা জ্যাকেট ব্যবহার করে রক্ত বন্ধ করার চেষ্টা করেন।
হামলার ঘটনায় পুলিশের অভিযানে দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টার্মার হতাহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। এ ঘটনায় যাত্রীরা গভীর আতঙ্কে পড়েছেন, এবং নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে চলন্ত ট্রেনে যাত্রার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে।

























