
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি:
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার সকাল থেকে ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের বড়পুল, ছোট পুল, বাদশা মিয়া ব্রিকফিল্ড রোড, ইসলামীয়া বিক্রফিল্ড রোড, সিজিএস কলোনি, সিডিএ, বিল্লা পাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এসময় আমীর খসরু বলেন, একটি গোষ্ঠী আছে যারা গণতন্ত্রের কথা বলে কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না। দেশের সমস্ত মানুষ গণতন্ত্রের পক্ষে,নির্বাচনের পক্ষে নেমেছে ।আন্তর্জাতিক ভাবে বিশ্বব্যাপী যারা গণতন্ত্রকামী দেশ তারা বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা করছে।আমাদের দেশের মধ্যে একটি গোষ্ঠী আছে যারা নির্বাচনের পক্ষে নাই তারা চাইবে বিভিন্নভাবে নির্বাচন কার্যক্রম কে ক্ষতিগ্রস্ত করে প্রশ্নবিদ্ধ করার জন্য। কিন্তু দেশের মানুষ চায় তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে, নির্বাচিত সংসদ প্রতিষ্ঠা করতে। যারা শংকার সৃষ্টি করছে তারাই জনগণ থেকে কে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। জনগণ তাদের জায়গায়ই আছে।

তিনি আরো বলেন, আপনারা দেখছেন দেশের প্রতিটি জায়গায় জনগণের উচ্ছ্বাস ধানের শীষের প্রতি,বিএনপির প্রতি।
জনগণ তাদের ভালোবাসার প্রতিফলন দেখাচ্ছে। বিএনপির প্রতি জনগণের আস্থা আছে। বিএনপি আর গণতন্ত্র একাকার হয়ে গেছে।
জনাব খসরু বলেন, রাজনীতির সংস্কৃতিতে বিএনপি পরিবর্তন চায়,সহনশীলতা চায়, পরস্পরের প্রতি সম্মানবোধ চায় এবং শান্তি চায়। তারেক রহমান সাহেব দেশে ফিরে ঢাকাতে নেমে তিনবার বলেছিলেন আমরা শান্তি চায় ,শান্তি চায়,শান্তি চায়।
এই জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্থিতিশীলতা,শান্তি, সহনশীলতা, পরস্পরের প্রতি সম্মানবোধ এই সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে আনার জন্য বিএনপি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জনাব খসরু আগামী ১২ তারিখ সুন্দর বাংলাদেশে গড়তে বিএনপিকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।
মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানসহ এসময়
আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর মোঃ সেকান্দর, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামাল সরদার, সদস্য সচিব মোঃ মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুর মিয়া সহ স্থানীয় বিএনপি,যুবদল, ছাত্রদল, শ্রমিকদল নেতৃবৃন্দ।

























