মোরেলগঞ্জ -বাগেরহাট- প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশণের উদ্যোগে নিবন্দিত শিশুদের একসাথে জন্মদিন পালিত হয়েছ।
বুধবার সকাল ১০ টায় মোরেলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান।
উপজেলা নির্বাহী অফিসার এস. এম. তারেক সুলতানের সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এরিয়া প্রগ্রাম ম্যানেজার তপন কুমার মন্ডলের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার -ভূমি- মো. বদরুদ্দোজা, উপজেলা কৃষি অফিসার মে. সাইফুল ইসলাম- যুগান্তর মোরেলগঞ্জ প্রতিনিধি বিএম রফিকুল ইসলাম মাসুম। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, নিবন্ধিত শিশুসহ তাদের অভিভাবকবৃন্দ এবং ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীগণ উপস্থিত ছিলেন।