মোঃ রুবেল খান
মোংলা বাগেরহাট।।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মোংলা উপজেলায় ভোটগ্রহণ চলছে। রোববার -৯ জুন- সকাল ৮টায় উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪৮টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়।
এ উপজেলায় ভোটাধিকার প্রয়োগ করবেন ১ লাখ ২০ হাজার ৪৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬০ হাজার ৪৭৭- মহিলা ভোটার ৫৯ হাজার ৯৮৫ জন এবং তৃতীয় লিঙ্গের রয়েছেন ৩ জন। এদিকে নির্বাচন অবাধ- সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
জানা যায়- ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মোংলা উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন- ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী ভোটযুদ্ধে লড়ছেন।
এ উপজেলার কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে- সকাল থেকে ভোটার উপস্থিতি কম। কয়েকজন করে ভোটার আসছেন এবং নির্বিঘ্নে ভোট দিয়ে যাচ্ছেন। কোনো কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়নি। ভোটকেন্দ্রে আগতদের মধ্যে পুরুষ ও নারীদের উপস্থিত একেবারের কম দেখা গেছে।
মোংলা উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন- প্রতিটি কেন্দ্রে যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট শেষ করতে প্রস্তুতি রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা রয়েছে।
বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। একটি অবাধ- সুষ্ঠু- নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট- নির্বাহী ম্যাজিস্ট্রেট- বিজিবি- আনসার- ব্যাটালিয়ন আনসার- র্যাব ও পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে। ভোটাররা যাতে নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। কোনো রকম অনিয়ম হলে বিধি অনুযায়ী তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।