মোঃ রুবেল খান
মোংলা বাগেরহাট।।
মোংলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও- হিসেবে যোগদান করতে যাচ্ছেন আফিয়া শারমিন।
মঙ্গলবার -৩ সেপ্টেম্বর- খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা -ইউএনও- নিশাত তামান্না কে দাকোপ উপজেলায় বদলী এবং তালা উপজেলা নির্বাহি কর্মকর্তা আফিয়া শারমিনকে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও- হিসেবে পদায়নের তথ্য জানানো হয়।
তালা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের আগে তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার -ভূমি- হিসেবে কর্মরত থাকা অবস্থায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে বদলী হয়ে বিদেশ সফরে যান।