
জুরইস ইসলাম মেহেরপুর থেকে (১৪/১২/২০২১):
আলোচনাসভা ও শোক র্যালির শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ এর মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় জেলা প্রশাসক কার্যালয় চত্ত¡রে গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম খাঁন, পুলিশ সুপার রাফিউল আলম ও মুক্তিযোদ্ধারা।
পরে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সকাল সাড়ে ১০ টার সময় শহরের শাহাজীপাড়াস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি শোক র্যালি বের করা হয়।
মেহেরপুর জেলা বিএনপির শোক র্যালিতে নেতৃত্ব দেন সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ।
পরে তারা শহরের জেলা পরিষদের সামনে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এদিকে গাংনী ও মুজিবনগর উপজলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী পালিত হয়েছে।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালণ উপলক্ষে নানা কর্মসুচী পালন করা হয়। মেহেরপুর -২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামানের নেতৃত্বে গাংনী উপজেলা অডিটোরিয়ামে আলোচলা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।