মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন -র্যাব-১২- অভিযান চালিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে গণ অশান্তি সৃষ্টির পায়তারাকারী আওয়ামী লীগের সাবেক গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল আলম -৬৪- ও এম এ খালেক -৫৯- কে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত শফিকুল আলম মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাংনী পৌরসভার ৩নং ওয়ার্ডের কলেজপাড়ার মৃত রিয়াজ উদ্দীনের ছেলে এবং এম এ খালেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গাংনী পৌরসভার ৮নং ওয়ার্ডের থানা রোডের মৃত মোতাহার আলী বিশ্বাসের ছেলে। দুজনেই গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
বুধবার -৩০ অক্টোবর- মধ্য রাত ১ টা ৩০ মিনিট থেকে ২ টা ১৫ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে দু’জনকে গ্রেফতার করেন র্যাব-১২ এর চৌকস একটি দল।
বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে র্যাব-১২- সিপিসি-৩- মেহেরপুরের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ- পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান- গত ৫ ই আগস্ট-২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করেন। গোপন তথ্যের মাধ্যমে জানা যায়- বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং ধ্বংসাত্মক কার্যকলাপ করার জন্য গাংনী উপজেলা পরিষদের সাবেক ২ চেয়ারম্যান এডভোকেট এ কে এম শফিকুল আলম ও এম এ খালেক আওয়ামী লীগ সমর্থিত লোকজন নিয়ে নিজ নিজ বাসায় অপরাধমূলক ষড়যন্ত্র করছে এবং আইন-শৃঙ্খলা অবনতি ঘটানোর পরিকল্পনা করছে।
এর প্রেক্ষিতে তিনার নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল শফিকুল আলম ও এম এ খালেককে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়েছে।পরবর্তীতে তাদেরকে মামলা নং-১১- তারিখ ১৯ আগস্ট-২০২৪ সন্ত্রাস বিরোধী দমন আইন ২০০৯ -সংশোধনী ২০১৩- ধারা মূলে আদালতে সোপর্দ করা হয়।