
নিউজ ডেস্ক:
উত্তর মেক্সিকোর হেরমোসিলো শহরে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সোনোরা রাজ্যের গভর্নর আলফনসো দুরাজো।
গভর্নরের বরাতে জানা গেছে, আগুন লাগে ওয়াল্ডো’স চেইনের একটি আউটলেটে। অনলাইনে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, “এখন পর্যন্ত ২৩ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুঃখজনকভাবে নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে।”
স্থানীয় রেড ক্রসের সভাপতি কার্লোস ফ্রেনারের উদ্ধৃতি দিয়ে স্থানীয় রেডিও স্টেশন আনিরাডিও সোনোরা জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন ১২ জন নারী, ৫ জন পুরুষ, ৪ জন ছেলে ও ২ জন মেয়ে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি জানিয়েছেন।
এদিকে, সোনোরা পাবলিক সিকিউরিটি সেক্রেটারিয়েট জানিয়েছে, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত করা যায়নি এবং ঘটনাস্থলে তদন্ত চলছে।

























