
সীমান্ত দাস, মির্জাপুর, (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। গত শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে বাড়ির পাশে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলের দিকে দোকানে নিয়ে যাওয়ার কথা বলে জঙ্গলে তাকে জোর পূর্বক ধর্ষণ করা হয়েছিল। এরপর থেকে ঘটনাটি অজানা ছিল। তারপর মেয়েটি প্রথমে মুখ খুলতে রাজি হন নাই। পরিবারের লোকজন হাতে পায়ে ধরে অনেক বার বলার পরে স্বীকার করে। বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
তথ্য মতে আরো জানা যায়, মেয়েটি দেওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী শ্রীপর্ণা ঘোষ ওরফে প্রণয় ঘোষ (১০)। সে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিগুলিয়া ইউনিয়নের লুটিয়া গ্রামের পিতা: বাপ্পা ঘোষ এর মেয়ে।
অভিযুক্ত আসামী হলেন, মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা গ্রামের পিতা: বলাই বাকালির ছেলে তন্ময় বাকালি ওরফে তনু (১৭)। সে দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
এব্যাপারে মির্জাপুর দেওহাটা ফাড়ির এস আই কবিরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, প্রথমে কিশোরীর বাবার দেওয়া ফাড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তের ভিত্তিতে মামলার রুজু হয় এবং আসামী পলাতক আছে। অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
























