
সীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের মির্জাপুরে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। গত (০৪ জুলাই) শুক্রবার গভীর রাতে উপজেলার উয়ার্শী ইউনিয়নের সাফর্তা গ্রাম থেকে তাকে আটক করে থানা পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৭) জুন মেয়েটি তার নানির বাড়িতে বেড়াতে আসে। ছেলেটির সাথে মেয়ের আগে থেকেই পরিচিত এবং ফেসবুকে কথাবার্তা হতো। যখন মেয়েটিকে বিভিন্ন কু-প্রস্তাব দিতে থাকে তখন মেয়েটি রাজি না হওয়ায় জোর করে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
তথ্য মতে আরো জানা যায়, মেয়েটি রাজাপুর কহেলা বাহরাম মল্লিক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী রামিছা আক্তার সুমাইয়া (১৪)। সে ঢাকা জেলার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের পিতা: খন্দকার সোহাগ এর মেয়ে।
অভিযুক্ত আসামি হলেন, মির্জাপুর উপজেলার ওয়ার্শী ইউনিয়নের সাফর্তা গ্রামের লিটন খানের ছেলে মেহেদী খান (২৪)। সে পেশায় একজন গাড়ির ড্রাইভার ছিলেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার এস আই হাফিজুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, প্রথমে কিশোরীর মা’র দেওয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে মামলার রুজু হয় এবং আসামিকে গ্রেফতার করে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।