
সংবাদদাতারা, কক্সবাজার
কক্সবাজার জেলা সিএনজি, অটো রিক্সা, টেম্পো সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ১৮ বিশিষ্ট জেলা কমিটি অনুমোদন। এবং এর বিপরীতে গত ১ই মার্চ মিথ্যা সংবাদ সম্মেলন করেন কিছু দুষ্কৃতিকারী নামধারী কমিটির বহিষ্কার হওয়া কর্মী যাদের সাথে বর্তমান শ্রমিক ইউনিয়নের কোন সম্পৃক্ততা নাই বলে দাবী নবনির্বাচিত কমিটির এবং এর প্রতিবাদে নবনির্বাচিত কমিটির সংবাদ সম্মেলন করেন।
গত ২০ই ফেব্রুয়ারিতে ২০২৫ কক্সবাজার জেলা অটোরিক্সা-টেম্পু সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং-চট্ট-১৪৯১ এর নির্বাচনী তফসিল ও নীতিমালা ঘোষণা করা হয়। তফসিল মোতাবেক ২৩ই ফেব্রুয়ারিত ১৮ -আঠারো- টি পদে ২০টি মনোনয়ন পত্র বিক্রি করা হয়। ২৪ই ফেব্রুয়ারিত ২০২৫ মনোনয়ন পত্র জমা নেওয়া হয়। ২৫ই ফেব্রুয়ারিত ২০২৫ নির্ধারিত সময়ে মনোনয়ন পত্রগুলো যাচাই বাচাই করে ০২ টি ভুল এবং ১৮ -আঠারো- টি মনোনয়ন সঠিক পাওয়া যায়। ২৬ই ফেব্রুয়ারিতে ২০২৫ নির্ধারিত সময়ে -সকাল ১০টা হতে বিকাল ০৫টা- সঠিক ১৮ জনের কোন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার না করায় ২৭ই ফেব্রুয়ারি ২০২৫ প্রকাশিত প্রার্থী তালিকার উপর ২৮ফেব্রুয়ারি ২০২৫ কোন আপত্তি না থাকায় ও একই পদে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন উপ-পরিষদ কর্তৃক ঘোষিত তফসিল ও নীতিমালার জ নং শর্ত মোতাবেক নির্বাচন উপ-পরিষদ -আঠারো- ১৮ জন প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত বলে ঘোষণা করা হয়।
এই বিষয়ে নির্বাচিত সভাপতি জালাল উদ্দীন বলেন গত ১ তারিখ নির্বাচিত কমিটি অবৈধ বলে সংবাদ সম্মেলন করেন দুষ্কৃতকারীসহ শ্রমিক ইউনিয়ন থেকে বহিষ্কার হওয়া কর্মী যাদের সাথে বর্তমান শ্রমিক ইউনিয়নের কোন সম্পৃক্ততা নাই।