
দৈনিক আজকের বাংলা ডেস্ক
বাংলাদেশ ক্রিকেটের আরেকটি অধ্যায়ের সমাপ্তি—আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ।
বুধবার -১২ মার্চ- রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের অবসরের সিদ্ধান্ত জানান তিনি।
এর আগে, গত ১০ মার্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ড -বিসিবি- নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে, যেখানে তার নাম ছিল। তবে স্বেচ্ছায় তিনি সেই তালিকা থেকে নিজেকে সরিয়ে নেন, যা অনেকের কাছেই ইঙ্গিত ছিল যে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ সময় ঘনিয়ে এসেছে। শেষ পর্যন্ত সেই অনুমানই সত্যি হলো।
অবসরের ঘোষণা দিয়ে পোস্টে রিয়াদ লেখেন, আমি কৃতজ্ঞ সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে ভক্তদের প্রতি, যারা আমার পাশে থেকেছেন এবং সবসময় সমর্থন দিয়েছেন।
তিনি আরও লেখেন, আমার বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, বিশেষ করে আমার শ্বশুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার ভাই এমদাদ উল্লাহকে ধন্যবাদ জানাই, যিনি শৈশব থেকেই আমার কোচ ও পরামর্শদাতা হিসেবে পাশে ছিলেন।
পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রিয়াদ বলেন, বিশেষ ধন্যবাদ আমার স্ত্রী ও সন্তানদের, যারা কঠিন সময়ে আমার পাশে থেকেছে। আমি জানি, লাল-সবুজ জার্সিতে আমাকে রাইদ খুব মিস করবে।
তার শেষ বক্তব্য ছিল, সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, তবে তোমাকে এগিয়ে যেতে হয়। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য রইলো শুভকামনা।