
সাইফুল ইসলাম, নোয়াখালী (বেগমগঞ্জ):
মান্দাতার আমলের রাজনীতি দেশে চলবে না, মানুষ এখন ভোটের অধিকার চায়, মৌলিক অধিকার গুলো সুষ্ঠু বন্টন চায়, এইসব কথা বলেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির
সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব।
তিনি আজ বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পাবলিক হল শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির উপজেলা শাখার আয়োজনে বেগমগঞ্জ ৩ আসনে জেএসডির প্রার্থী পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য কালে এসব কথা বলেন,
উপস্থিত জনগণের উদ্দেশ্যে তিনি আরো বলেন ,
মন্দান্ত আমলের হিসাব নিকাশ চলবে, নাকি নতুন হিসাব নিকাশে চলবে সেটি এখনি ঠিক করতে হবে কারণ দেশে অংশীদারের রাজনীতি করতে হবে।
পরে তিনি নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনে জেএসডির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া ও তারা মার্কায় পরিচয় করিয়ে দেন।
এসময় উপজেলা জেএসডির সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে জেএসডির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক অপু আহসান সঞ্চালনায় ও উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক ও গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশারেফ হোসেন মিন্টু এর সার্বিক নির্দেশনায়,
আরও উপস্থিত ছিলেন জেএসডি প্রচার সম্পাদক বোরহান চৌধুরী নোমান, জেলা সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম খোকন,
জাতীয় যুব পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক ফারান হাবিব, রামগতি উপজেলা জেএসডি সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু, জাতীয় স্বেচ্ছাসেবক পরিষদের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, জেলা জেএসডির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক নুর রহমান চেয়ারম্যান,জাতীয় যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন স্বপন,জেএসডির উপজেলা সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন রতন, সহ অনেকেই উপস্থিত ছিলেন।

























