
মুজাহিদ শেখ,
চুরি, গরু চুরি, ছিনতাই, ডাকাতি, অবৈধ অস্ত্র, মাদক, জুয়া, নারী নির্যাতন, মারামারি ও পারিবারিক সহিংসতা রোধে মাগুরার শ্রীপুরের সদর ইউনিয়ন, দারিয়াপুর ইউনিয়ন,সব্দালপুর ইউনিয়ন ও আমলসার ইউনিয়নের আওতাভুক্ত সাচিলাপুর বাজারের বটতলায় শ্রীপুর থানার উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে সাচিলাপুর বাজারের বটতলায় এই সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সাচিলাপুর বাজারের ব্যবসায়ী মোঃ মামুন মৃধার সঞ্চালনায় ও দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল আলম প্রদীপের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন মিয়া।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন থানার ওসি তদন্ত মোঃ আতাউর রহমান, সাচিলাপুর বাজারের ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন, রতন শাহা, মোঃ নেয়ামত মোল্যা,আব্দুর রশিদ,মোঃ সুজন শেখ, সব্দালপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ সাচ্ছু মিয়া, শুকুর মাহমুদ সহ আরো অনেকে।
এ সময় অফিসার ইনচার্জ শাহিন মিয়া বলেন, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না ,মব সৃষ্টি করে কারোর উপরে হামলা করে আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধীকেও শাস্তির আওতায় আনা হবে। যেকোনো অপরাধের তথ্য থানা পুলিশকে জানাবেন,আমরা তথ্য দাতার পরিচয় গোপন রেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
আলোচনা সভায় উপস্থিত সকল বক্তারা এলাকার আইন-শৃঙ্খলা শান্ত রাখতে
থানা পুলিশকে সহযোগিতা করা এবং চুরি, গরু চুরি, ছিনতাই, ডাকাতি, অবৈধ অস্ত্র, মাদক, জুয়া, নারী নির্যাতন, মারামারি ও পারিবারিক সহিংসতা রোধে পুলিশের জোরালো ভূমিকা রাখার দাবি জানান।

























