আব্বাস আলী, ঝিনাইদহ জেলা প্রতিনিধি।।
শনিবার, ০৪ই সেপ্টেম্বর, ২০২১
ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশে অনুপ্রবেশে ৪জন এবং অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৬ জনসহ মোট ১০ জনকে আটক করেছে সিমান্ত বিজিবি।
আজ শনিবার সকালে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সীমান্তের কানাইডাংগা থেকে ২ জন পুরুষ ও ২ জন নারীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা ঝিনাইদহের শৈলকূপা উপজেলার তেতুলিয়া গ্রামের সন্তোষ মন্ডল (৫১), মাদারীপুরের কালকিনী উপজেলার নবক গ্রামের শ্রী কোমলেশ ব্যাপারী (৩৬), গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষের চর দক্ষিনপাড়া গ্রামের মোছাঃ রাবেয়া বেগম (৩২) ও শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার থাকাচুয়া গ্রামের আকলিমা বেগম (৩২)। অপরদিকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় ২ জন পুরুষ, ২ জন নারী ও ২ জন শিশুসহ মোট ৬ জনকে আটক করা হয়। ৬ জনের মধ্যে যশোর কশেবপুর উপজেলার চাদড়া গ্রামের মোঃ রেজাউল ইসলাম (২৭), তার স্ত্রী মোছাঃ লিপি বেগম (২৭), মেয়ে মোছাঃ সুরাইয়া খাতুন (১১) ও ছেলে মোঃ ইসরাফিল (৪) এবং সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা তামুন্দিয়া গ্রামের মোছাঃ ফুলসুরাত বেগম (৬৫) ও তার ছেলে মোঃ কবিরুল ইসলাম (৩২)।
বিষয়টি নিশ্চিত করে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।