
এস এম রনি
স্টাফ রিপোর্টার।।
একমাত্র খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় পারে সমাজকে বদলে দিতে।
পারে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে। এই লক্ষ্য নিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ফরিদ আলির টেক যুব সমাজের উদ্যোগে সোমবার -১৬ ডিসেম্বর- দিনব্যাপী ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এডভোকেট মোঃ সজীবের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন -মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন- মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হক রকি, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাহবুব হাসান সোহেল- যুবদল নেতা মেহের কাজল- যুবদল নেতা মোহাম্মদ আলী- স্বেচ্ছাসেবক দল নেতা রোমান মাহমুদ- যুবদল নেতা রিয়াজুল ইসলাম বাবু, ছাত্রদল নেতা রিয়াজ, সানিসহ আরো অনেকে।
পরে ক্রিড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।