
মো. নাঈম হাসান ঈমন ঝালকাঠি প্রতিনিধি,
মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বরিশালের বিশিষ্ট সাংবাদিক মামুনুর রশীদ নোমানীকে সম্মাননা স্মারক প্রদান করেছে বার্তা প্রবাহ পত্রিকা। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে রাজধানীর বার্ডস আই কনভেনশন সেন্টারে বার্তা প্রবাহ পত্রিকার ২১ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক মোহাম্মদ মনির হোসেন কাজী। প্রধান অতিথি ছিলেন নদী রক্ষা কমিশনের সচিব মো. মনিরুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী মফিজুর রহমান লিটন এবং গণমাধ্যম সংগঠক জাহিদ আহমেদ চৌধুরী।
মামুনুর রশীদ নোমানী বর্তমানে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক শাহনামা পত্রিকার প্রধান বার্তা সম্পাদক এবং দৈনিক বাংলার বন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ, দৈনিক বাংলাভূমি, দৈনিক মাতৃছায়া পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান ও ইত্তেহাদ নিউজের আবাসিক সম্পাদক হিসেবেও কর্মরত। নোমানী শীর্ষ নিউজ, বরিশাল খবরসহ একাধিক অনলাইন গণমাধ্যমে যুক্ত রয়েছেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন কলামিস্ট, লেখক, সমাজসেবক এবং জনপ্রিয় সংগঠক। তিনি এফএফএল বিডি ফাউন্ডেশন, এফএফএল ইয়ুথ ফাউন্ডেশন এবং ফ্রেন্ডস ফর লাইফ সমবায় সমিতি প্রতিষ্ঠা করেছেন, যা বেকার ও পিছিয়ে পড়া যুব সমাজকে দক্ষ ও স্বাবলম্বী করতে নিরলস কাজ করছে।
২০০০ সালে জুনিয়র রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করা নোমানী দীর্ঘ দুই যুগ ধরে পেশাদার সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সচেতন নাগরিক আন্দোলন, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক ইউনিটি (বনপা) সহ বিভিন্ন সংগঠনের শীর্ষ পদে রয়েছেন। অনলাইন ও মফস্বল সাংবাদিকতায় তিনি একাধিকবার শেরেবাংলা পদকসহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।
সাংবাদিক নোমানী একজন প্রতিবাদী, সাহসী ও আপসহীন সাংবাদিক হিসেবে পরিচিত। অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। আপোষহীন মনোভাবের কারণে তিনি একাধিকবার হামলা, মামলা ও কারাবরণের শিকার হয়েছেন। সাংবাদিক সমাজে তিনি প্রতিবাদী সাংবাদিকদের প্রতীক হিসেবে পরিচিত। সাংবাদিকতা ও সমাজসেবায় তাঁর নিরলস অবদানের জন্য সর্বমহলে প্রশংসিত ও স্বীকৃত হয়েছেন তিনি।