
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর–ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে সৌন্দর্য বৃদ্ধির লক্ষে কৃষ্ণচূড়া, সোনালু ও কাঠবাদাম গাছর চারা রোপণ করা হয়েছে।
শনিবার(১৩ ডিসেম্বর) মধুপুর চাড়ালজানি এলাকার আঞ্চলিক মহাসড়কে জার্মান দাতা সংস্থা “লিচ ব্রুক”-এর অর্থায়নে বিজিএস-সেডিপ প্রকল্পের আওতায় এ বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।
এসময় উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মোঃ মিলন চৌধুরী সহ বিজিএসের অন্যান্য কর্মকর্তাগন।
রাস্তার পাঁশ দিয়ে যাওয়ার সময় যদি দেখা যায় সারি সারি কৃষ্ণচুড়ার লাল রং , সোনালু ফুলের হলুদ ফুলের রংবেরং সৌন্দর্য তার ফাঁকে ফাঁকে কাঠবাদামের গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে তখন কার না ভালো লাগবে। এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য মধুপর হতে ময়মনসিংহ যাতায়াতের রাস্তার পাশ্বে এই গাছলাগানো কার্যক্রম শুরু করেছেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন। তিনি নিয়েছেন সম্মিলিত উদ্দ্যোগ চেয়েছেন সহযোগীতা। এরই ধারাবাহিকতায় শনিবার (১৩ ডিসেম্বর ) বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) নামে একটি বেসরকারী সংস্থার উদ্দ্যেগে সোনালু , কৃষ্ণচুড়া ও কাঠবাদামের গাছ লাগানো কার্যক্রম শুরু করেন বলে জানা যায়। এ অনুষ্ঠানে বক্তারা বলেন একটি সুন্দর বাসযোগ্য পৃথিবী রেখে যেতে গাছ লাগানোর বিকল্প নেই।
























