
আঃ হামিদ, মধুপুর, (টাঙ্গাইল) প্রতিনিধি:
“প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্য কে ধারণ করে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের চতুর্থ তলায় কনফারেন্স রুম উপজেলা সমাজসেবা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করেন।
সমাজ সেবা অফিসার মোহাম্মদ মোস্তফা হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনায় (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনি,বিভিন্ন এতিম খানার শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ সহ সুবিধা ভোগী গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ সেবা অফিসার মোস্তফা হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির, উপজেলা প্রসক্লাবের সভাপতি আঃ হামিদ, বড়বাইদ এতিম খানার সুপার ঈমান আলী, মানব কল্যান ফাউন্ডেশনের সভাপতি মোখলেছুর রহমান খোকা।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন সমাজ সেবা মুলক বিভিন্ন দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। আলোচনা সভায় ৬টি দুরারোগ্য ব্যাধিসহ ৫৪টি চলমান প্রকল্পের উপর গুরুত্ব সহকারে আলোকপাত করা হয়। দেশের বিশাল জনগোষ্ঠীর উল্লেখযোগ্য সংখ্যক অনগ্রসর, দুঃস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত, শারীরিক-মানসিক-দৃষ্টি-শ্রবণ প্রতিবন্ধীসহ অনগ্রসর উল্লেখযোগ্য সংখ্যক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের অর্থঋণসহ বিভিন্ন ক্যাটাগরিতে ভাতা প্রদান ও লজিস্টিক সাপোর্ট প্রশংসার দাবি রাখে।
সূত্র জানায়, অদূর ভবিষ্যতে কামার, কুমার, তাঁতি, জেলে, ধুপা, নরসুন্দর, সতোরঞ্চি, মৃৎশিল্প, নকশীকাঁথাসহ দশটি প্রকল্পে নির্দিষ্ট বয়স সীমার আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ও অর্থায়নের মাধ্যমে সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে।

























