
মো: সোহাগ হোসেন, বেনাপোল প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে বিজয়ী করতে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) গোগা ইউনিয়নের গোগা নুরানী ও কাওমী মাদ্রাসা মাঠে এ গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এতে প্রাধান অতিথি ছিলেন, ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী, ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ, যুব সমাজ, নারী এবং ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
প্রাধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি এসময় তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে- কোনো ব্যক্তি বা বিশেষ মহলের কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। কারণ বিএনপির নেতাকর্মীরা বিগত ১৭ বছর গুম, খুন, মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার। এখন সময় এসেছে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হয়ে। তাই ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের হাতকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। তিনি আরো বলেন, আওয়ামিলীগ সরকারের আমলে যারা মিথ্যা মামলার শিকার হয়েছে, আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে, সেই সকল হয়রানিমূলক মামলা বাতিল করা হবে। জামায়াতে ইসলামের উদ্দেশ্যে করে তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত করবেন না, কে জান্নাতে যাবে- আর কে জাহান্নামে যাবে, তা একমাত্র মহান আল্লাহ রব্বীন আলামিন ভালো জানেন। ভোটের মাধ্যমে জান্নাত-জাহান্নাম নির্ধারণ হয় না। রাজনীতি আর ধর্ম এক জিনিস না।
উঠান বৈঠকে গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হামিদ সর্দার, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক এমদা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

























