
শওকত আলম, কক্সবাজার
সম্প্রতি ঈদগাঁও মডেল হাসপাতালকে ঘিরে কয়েকটি অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রকাশিত সংবাদের বিরুদ্ধে ২০ এপ্রিল রোববার এক লিখিত বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, “উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও বিভ্রান্তিকর। এতে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার অপচেষ্টা চালানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।”
বিবৃতিতে আরও বলা হয়, “হাসপাতালটি দীর্ঘদিন ধরে ঈদগাঁও ও আশপাশের এলাকার সাধারণ মানুষের জন্য নিরলসভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছে। দক্ষ ডাক্তার, অভিজ্ঞ নার্স ও সেবাকর্মীদের সমন্বয়ে প্রতিনিয়ত শত শত রোগীকে মানবিক ও মানসম্মত সেবা প্রদান করা হচ্ছে। অথচ, কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই একতরফাভাবে এমন একটি সংবাদ পরিবেশন করা হয়েছে, যা সরাসরি সাংবাদিকতার নৈতিকতা ও পেশাদারীত্বের পরিপন্থী।”
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, “যেসব অভিযোগ উক্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। সংশ্লিষ্ট সাংবাদিক বা গণমাধ্যম কর্তৃক আমাদের বক্তব্য নেওয়ার কোনো চেষ্টাও করা হয়নি।”
সংবাদের পেছনে একটি কুচক্রী মহল জড়িত থাকতে পারে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা আরও জানায়, এ বিষয়ে প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষকে যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য প্রচার বা বিশ্বাস না করার আহ্বান জানায়।