
মোঃ আল আমিন মল্লিক
বেতাগী উপজেলা প্রতিনিধি।।
বেতাগীর ৫ নং বুড়ামজুমদার ইউনিয়নের কাউনিয়া বাজারের সর্বত্র জনগণ ও সাধারণ শিক্ষার্থীরা ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসূল (সা:) ও ইসলাম এর নামে কটূক্তি এবং বিজেপির সংসদ নিতেশ নারায়ণের সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
আজ রবিবার -২৯ সেপ্টেম্বর- বিকালে ৫টায় কাউনিয়া বাজারে ভারতে মহারাষ্ট্রে
রাসূল (সা:) এর শানে অবমাননায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় এবং চকরিয়ায় সন্ত্রাসীদের হাতে সেনা অফিসার হত্যা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।
বিক্ষোভ মিছিলটি কাউনিয়া বাজারের বেতাগী-বরগুনা মহাসড়ক হয়ে বাজারের প্রধান প্রধান অলি-গলি প্রদক্ষিণ করে বেতাগী-বরগুনা-বদনীখালী মহাসড়ক তিনরাস্তার মোড়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন- আমাদের প্রাণপ্রিয় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অপমান কোনো মুসলমানরা মেনে নেবে না। ভারতের ধর্মীয় প্রচারক রামগিরি “রাসূল (সা:) এবং ইসলাম ধর্ম” নিয়ে কটূক্তি করেন, এতে আমরা ধর্মপ্রাণ মুসলমানেরা আঘাতপ্রাপ্ত হয়েছি। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপির নিতেশ নারায়ণ। তাদের চরম মূল্য দিতে হবে। ধর্মপ্রাণ সকল মুসলমানদের কলিজায় আঘাত করেছে তারা। আমাদের প্রাণপ্রিয় রাসূলের ইজ্জতের শানে যদি আবারও কেউ কোথাও এমন জঘন্য ঘৃণিত কাজ করেন আমরা সারাবিশ্বের মুসলমান নবী প্রেমে এক হয়ে পুরো বিশ্বে কঠোর আন্দোলন গড়ে তুলবো। রাসূল (সা.)-কে নিয়ে কটূক্তির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
এ সময় বক্তারা আরো বলেন -আমাদের বাংলাদেশে হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে। কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলেই ভারত থেকে বলা হয়- বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। অথচ ভারতেই সংখ্যালঘু কোনো জাতি নিরাপদভাবে বসবাস করতে পারে না। মহানবী হযরত মুহাম্মদ -সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- বিশ্বমানবতার জন্য একটি পরিপূর্ণ আদর্শ, নিয়ে কটূক্তির জন্য ভারতকে ক্ষমা চাইতে হবে।
এ সময় মিছিলে অংশগ্রহণকারী
সকল ধর্মপ্রাণ মুসলমানেরা চকরিয়ায় সন্ত্রাসীদের হাতে সেনা অফিসার হত্যার প্রতিবাদ জানায় এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। দেশের সার্বভৌমত্ব রক্ষার দাবি জানায়।