
আব্বাস উদ্দিন, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন সরাইল উপজেলা জিয়া পরিষদের নেতৃবৃন্দ। আজ বুধবার বিকালে সরাইল ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টার প্রাঙ্গনে এই ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সরাইল উপজেলার নেতৃবৃন্দ। জানা গেছে গত ১৩ নভেম্বর জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রফেসর ড: মোঃ এমতাজ হোসেন স্বাক্ষরিত ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদ আহবায়ক কমিটি অনুমোদন লাভ করেন। এতে সভাপতি মোঃ মোমিনুল হক ও সদস্য সচিব শামীমা আক্তার পদ লাভ করেন। সরাইল উপজেলার কৃতি সন্তান শামীমা আক্তার সরাইলে আসার পথে তাকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানান সরাইল উপজেলা জিয়া পরিষদের পক্ষ থেকে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান সরাইল উপজেলা জিয়া পরিষদের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা জিয়া পরিষদের সভাপতি আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সহ-সভাপতি জিয়াউর রহমান, যুগ্ন-সম্পাদক কামাল খন্দকার, আক্তার হোসেন, উজ্জল খন্দকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়জুল কবির, আহম্মদ সর্দার,সদস্য জাহাঙ্গীর আলম, খোকন মিয়া,প্রমুখ সহ অনেক নেতৃবৃন্দ।
























