সি:স্টাফ রিপোর্টার -চট্টগ্রাম ব্যুরো।।
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ করে দোকান কর্মচারী সায়মান প্রকাশ মাহিন হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ ফিরোজ’কে গ্রেফতার করেছে র্যাব-৭- চট্টগ্রাম।
উক্ত ঘটনায় ভিকটিম সায়মান প্রকাশ মাহিন’র বন্ধু মোহাম্মদ শরীফ বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় ৪৪ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ২০-৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-২২- তারিখ- ৩০ আগস্ট ২০২৪ ধারা-১৪৩-১৪৭-১৪৮-১৪৯-৩২৬-৩০৭-৩০২-১০৯-৩৪- দ্য পেনাল কোড- ১৮৬০।
উক্ত মামলার ধারাবাহিকতায়
র্যাব-৭- চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে- মামলায় উল্লেখিত মুল পলাতক আসামি মোঃ ফিরোজ ফেনী জেলার ফেনী সদর মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুরা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭-চট্টগ্রামের একটি আভিযানিক দল ২৪ অক্টোবর -বৃহস্পতিবার -বেলা ০৯:৩০ টায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ ফিরোজ -৩৬- পিতা-আব্দুল হামিদ- সাং-মুরাদপুর- থানা-চান্দগাঁও- জেলা-চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়।
আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে-গত ১৮ জুলাই ২০২৪ইং তারিখে সে এবং তার অন্যান্য সহযোগীরা বেআইনি জনতাবদ্ধে মিলিত হয়ে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচা বাজার এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র, চাপাতি, কিরিচ এবং আগ্নেয়াস্ত্র নিয়ে শীর্ষ নেতৃত্বের হুকুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর নির্বিচারে গুলি বর্ষণ ও আক্রমণ করে হতাহতের ঘটনা ঘটায় এবং সে নিজে প্রকাশ্যে অস্ত্র উচিয়ে গুলিবর্ষণ করে মর্মে স্বীকার করে। এছাড়াও মামলা রুজু হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে সে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে এবং সর্বশেষ ফেনী জেলায় অবস্থান করে আসছিল বলেও জানায়।
উল্লেখ্য যে সিডিএসএম পর্যালোচনায় দেখা যায় গ্রেফতারকৃত আসামি নগর যুবলীগ নেতা কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ ফিরোজের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় পাঁচ টি ম হত্যা-স্ত্র- ছিনতাই- ছিনতাই-মাদক মামলা রয়েছে।